॥প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির পৃথক ২টি সভা গতকাল ১৪ই জানুয়ারী সকালে উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন-অর রশিদ মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মুরাদ, বালিয়াকান্দি থানার পরিদর্শক(তদন্ত) ওবায়দুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) রবিউল হক, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বিশ^াস, মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আবু সাঈদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস-নাশকতা প্রতিরোধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।