॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী-২ আসনের চতুর্থবারের মত বিপুল ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম গতকাল ১৩ই জানুয়ারী রাত সাড়ে ৭টার দিকে পাংশা শহরের মাগুড়াডাঙ্গী এলাকাস্থ শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমে ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি মহানাম যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ভক্তবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সনাতন ধর্মের মহানাম যজ্ঞানুষ্ঠানে নারী-পুরুষ সকল বয়সী মানুষের ব্যাপক সমাগম ঘটে। এতে পরস্পরের মধ্যে সম্প্রীতি সুদৃঢ় হয়। মনপ্রাণ পরিশুদ্ধ হয়। নিতাই গৌর সেবাশ্রম প্রতিষ্ঠায় প্রয়াত দিলীপ কুমার কুন্ডু অরফে দিলীপ সাধুর প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। মহানামযজ্ঞ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুন্ডু মহানাম যজ্ঞানুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমকে অভ্যর্থনা জানায়।
এ সময় পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, পাংশা পৌরসভার কাউন্সিলর আবুল হোসেন শেখ, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অনিল কুমার বিশ্বাস, সহ-সভাপতি কার্তিক সাহা, সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু, পাংশা পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ শিব শঙ্কর চক্রবর্তী, বিশিষ্ট ব্যবসায়ী সুনীল কুমার বিশ্বাস, অসীত কুন্ডু, পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর অজিৎ কুমার হালদার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাকিম রুমী প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শ্রীশ্রী গুরুদেব ললিত মোহন, শ্রীশ্রী গুরুদেব বিষ্ণুচরণ গোস্বামী ও তদীয় শিষ্য নিত্যলীলায় প্রবিষ্ট দিলীপ কুমার কুন্ডু অরফে দিলীপ সাধুর স্মৃতি রক্ষার্থে ৩৪তম ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান গত শনিবার ১২ জানুয়ারী থেকে শুরু হয়েছে। আগামী মঙ্গলবার ১৫ জানুয়ারী সকাল ৯টায় কুঞ্জভঙ্গ শেষে নগর পরিক্রমা এবং মধ্যাহ্নে শ্রীমন্মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হবে। এদিকে শ্রীশ্রী নিতাই গৌর সেবাশ্রমে মহানাম যজ্ঞানুষ্ঠান ঘিরে সনাতন ধর্মের লোকজনের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।