॥এম.এইচ আক্কাছ॥ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গতকাল ১২ই জানুয়ারী সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত ২ ঘন্টা ফেরী চলাচল বন্ধ ছিল। এ সময় দুই প্রান্তে কয়েকশত ছোট-বড় যানবাহন আটকা পড়ে।
ফেরী চলাচল বন্ধ থাকার সময় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতে যখন বেশী কুয়াশা ও যাত্রীর চাপ কম ছিল তখন ফেরী বন্ধ করা হয়নি। অথচ এখন দিনের আলোয় কুয়াশা কম থাকলেও যখন যাত্রীর চাপ বেড়েছে তখন কুয়াশার অজুহাত দেখিয়ে ফেরী বন্ধ করে রাখা হয়েছে। এটা ঘাট কর্তৃপক্ষের কারসাজি ছাড়া আর কিছুই না।
তবে বিআইডব্লিউটিসি’র দৌলততদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক(বাণিজ্য) মোঃ শফিকুল ইসলাম যাত্রীদের এই দাবী ভুয়া আখ্যায়িত করে বলেন, কারসাজি করে ফেরী বন্ধ রেখে আমাদের লাভ কী। বরং ফেরী চালু থাকলেই কর্তৃপক্ষের লাভ বেশী।