॥স্টাফ রিপোর্টার॥ ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’-প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১২ই জানুয়ারী রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে ‘ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত অলিম্পিয়াড’-এর বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিল প্রথম আলো বন্ধুসভা। বন্ধুসভার সদস্যদের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হয়।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ। উদ্বোধন ঘোষণা করেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী পৌরসভার মেয়র ও ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মহম্মদ আলী চৌধুরী।
রাজবাড়ী বন্ধুসভার সভাপতি ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপিকা শামীমা আক্তার মুনমুনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাঈদা খানম এবং বন্ধুসভার সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম।
উদ্বোধক ফকীর আবদুল জব্বার বলেন, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের অল্প কিছু মানুষ ঘুষ ও দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। সোনার বাংলা গড়তে হবে। শিক্ষার্থীদের ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে শপথ নিতে হবে। গণিত উৎসবে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখে খুব ভালো লাগছে। আমি নিজেও গণিত ভয় পেতাম। কিন্তু গণিত ভয় পেলে চলবে না। গণিত মানুষকে যুক্তিবাদী করে গড়ে তোলে। প্রথম আলো শিশুদের সৃজনশীল করে গড়ে তুলতে নানামুখী উদ্যোগ নেয়। প্রতিভা বিকাশে সহযোগিতা করে। এ কারণে প্রথম আলো বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের এত কাছে যেতে পেরেছে।
প্রতিযোগিতায় মোট ৪টি ক্যাটাগরীতে ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ৪৮৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৫৪জন শিক্ষার্থী আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের জন্য নির্বাচিত হয়। প্রতিযোগিতায় প্রাথমিক ক্যাটাগরীতে ৪২ জন, নিম্ন-মাধ্যমিক ক্যাটাগরীতে ৪৭ জন, মাধ্যমিক ক্যাটাগরীতে ৩৫ জন এবং উচ্চ মাধ্যমিক ক্যাটাগরীতে ৩০ জন শিক্ষার্থী নির্বাচিত হয়।