শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

পাংশায় সাংবাদিক মোক্তার হোসেনের পিতার ইন্তেকাল

  • আপডেট সময় শনিবার, ১২ জানুয়ারী, ২০১৯

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার পাংশা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের পিতা আজাহার আলী বিশ্বাস ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি—-রাজিউন)।
বৃহত্তর পাংশা উপজেলার (বর্তমান কালুখালী উপজেলা) মৃগী ইউপির হিমায়েত খালী গ্রামের নিজ বাড়ীতে বার্ধক্যজনিত রোগে গতকাল ১১ই জানুয়ারী ভোররাত ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২বছর।
গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর দুপুর সোয়া ২টার দিকে মরহুমের নিজ বাড়ীতে জানাযার নামাজ শেষে হিমায়েত খালী-পারকুলা গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস।
মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার বহু লোকজন জানাযায অংশগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র ও এক কন্যা সন্তান, নাতী-নাতনীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম আজাহার আলী বিশ্বাস স্থানীয় মসজিদ, গোরস্থান প্রতিষ্ঠাসহ সামাজিক সেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন তিনি। রাজনৈতিক ভাবে আওয়ামী লীগের একজন ত্যাগী কর্মী ছিলেন তিনি।
এদিকে সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের পিতা আজাহার আলী বিশ্বাসের মৃত্যুতে দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন গভীর শোক প্রকাশ করেছেন।
এ ছাড়াও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ প্রবীন ব্যক্তিত্ব আজাহার আলী বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেছেন। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!