॥রফিকুল ইসলাম॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ১০ই জানুয়ারী বিকালে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলী।
সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ রফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তনু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর সহধর্মিনী রেবেকা সুলতানা সাজু, কন্যা কানিজ ফাতেমা চৈতী, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী মীর মাহফুজা খাতুন মলি, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খন্দকার সাইফুদ্দিন হাবিব প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিক হোসেন সফিক।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী কেরামত আলী তাকে ৫ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানিয়ে ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাঙালীর মুক্তি সংগ্রামের ইতিহাসে ১০ই জানুয়ারী এক ঐতিহাসিক দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ই জানুয়ারী স্বদেশ প্রত্যাবর্তন করেন। এর মাধ্যমে বিজয়ের পূর্ণতা লাভ করে। বঙ্গবন্ধু ছিলেন বাঙালীর স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলার রূপকার। তিনি আমাদেরকে মহান স্বাধীনতা ও গর্বিত জাতির মর্যাদা দিয়ে গেছেন। এ বছর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি আরও তাৎপর্যপূর্ণ। কারণ দেশের জনগণ জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে টানা তৃতীয়বারের জন্য সরকার পরিচালনার দায়িত্ব অর্পণ করেছে। নির্বাচনের এই রায় বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দেশবাসীর গভীর আস্থা ও অকৃত্রিম ভালোবাসারই প্রতিফলন। আমাদের উপর দেশের মানুষ যে দৃঢ় আস্থা রেখেছে, আমরা তার পরিপূর্ণ মূল্যায়ন করবো। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়নের এদেশকে তার স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলবো।
আলোচনা সভার শেষে জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার শান্তি এবং দেশ, জাতি ও নবনির্বাচিত সরকারের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আটাশ কলোনী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ সেলিম দেওয়ান। আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।