॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউপির বরুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী মন্ডল(৭৩) গতকাল সোমবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরুরিয়া বদর উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের উপস্থিতিতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নওয়াব আলী মন্ডলের কফিনে গার্ড অব অনার প্রদান করে রাজবাড়ী পুলিশ লাইন্সের একদল পুলিশ।
এ সময় রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা চাঁদ আলী খান, মুক্তিযোদ্ধা সৈয়দ নূর-ই-আলম ইমরোজ, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মাছপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী প্রামানিকসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। বরুরিয়া বদর উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে বরুরিয়া গ্রামের গোরস্থানে মরহুমের দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মাওলানা মোঃ আব্দুর রহমান।
ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম, মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো, প্রাক্তন এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মিয়া, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খানসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
গত রবিবার দুপুর ১২টার দিকে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন মুক্তিযোদ্ধা নওয়াব আলী মন্ডল। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।