॥এম.এইচ আক্কাছ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর মৃধাডাঙ্গা গ্রামে চুলার আগুনে ৫জন দরিদ্র কৃষকের রান্নাঘর পুড়ে গেছে।
গত ২রা জানুয়ারী সন্ধ্যায় কৃষক জহুরুল মৃধার রান্নাঘরের চুলা থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুন ছড়িয়ে পড়লে পাশাপাশি অবস্থিত সেকেন মৃধা, ফারুক মৃধা, তালেব মৃধা ও লাভলু মৃধার রান্নাঘরও পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো একে অপরের আত্মীয়।
ক্ষতিগ্রস্তরা জানান, জহুরুল মৃধার স্ত্রী রিনা বেগম রান্নাঘরে ভাতের চুলা জ্বালিয়ে রেখে মাছ ধুতে গেলে চুলা থেকে আগুন ধরে যায়। মুহুর্তেই মধ্যেই তা ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৫টি রান্নাঘর ও ঘরে থাকা জিনিসপত্রসহ গাছপালা পুড়ে যায়।
অগ্নিকান্ডের পর উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকির, সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা ও গোয়ালন্দ ঘাট থানার এস.আই মোঃ ফরহাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে চেয়ারম্যন আবুল হোসেন ফকির বলেন, অগ্নিকান্ডে দরিদ্র কৃষকদের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে আরও ক্ষতি হতো।