রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৫৭ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী-২ আসনে উন্নয়ন ও দলকে সুসংগঠিত করার ফসল ঘরে তুলবেন আ’লীগ প্রার্থী জিল্লুল হাকিম

  • আপডেট সময় শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮

॥মোক্তার হোসেন॥ গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে ভোটের প্রচার-প্রচারণা বন্ধ হয়েছে। তবে এখন চায়ের কাপে চলছে ভোটের নানা হিসেবে-নিকেশ। চুলচেরা বিশ্লেষণে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম চতুর্থবারের মত রাজবাড়ী-২ আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হতে চলেছেন এমন ধারণা সবার মুখে-মুখে।
জিল্লুল হাকিম রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি। মুক্তিযুদ্ধকালীন সময়ের গোয়ালন্দ মহকুমা কমান্ডার ছিলেন তিনি। তৃণমূলে আওয়ামী লীগকে সু-সংগঠিত করেছেন বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। এলাকার উন্নয়ন ও দলকে সু-সংগঠিতকরণই জিল্লুল হাকিমের বিজয়ের মূলমন্ত্র। তিনি এলাকায় দৃশ্যমান অনেক উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক মূল্যায়নে জিল্লুল হাকিম রাজবাড়ী-২ আসনের মনোনয়ন পেয়েছেন। দলীয় মনোনয়ন পাওয়ার পরপরই পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতাকর্মী সমর্থকরা উজ্জীবিত হয়। শুরু থেকেই বিপুল ভোটে নৌকা জয়যুক্ত করে চমক সৃষ্টির প্রত্যাশা নিয়ে মাঠ চষে বেড়ায় আওয়ামী লীগের প্রার্থী জিল্লুল হাকিম, জিল্লুল হাকিমের পুত্র রাজবাড়ী জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিমসহ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জানা যায়, বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় পাংশা কলেজ, পাংশা জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কালুখালী কলেজ, কালুখালীর রতনদিয়া রজনীকান্ত উচ্চ বিদ্যালয়, বালিয়াকান্দি কলেজ ও বালিয়াকান্দি গার্লস হাইস্কুল সরকারী হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ, স্কুল কলেজ মাদরাসায় নতুন ভবন নির্মাণ, এলাকায় শতভাগ বিদ্যুতায়ন, পাংশা পৌরসভা প্রথমগ্রেডে উন্নীতকরণ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, বিভিন্ন স্থানে ব্রিজ-কার্লভাট নির্মাণ, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন তার অবদান। পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হয়েছে। এলাকার মানুষ এসবের সুফল ভোগ করছে। রাজবাড়ী-২ আসনটিতে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। তাই লক্ষাধিক ভোটের ব্যবধানে জিল্লুল হাকিমের নৌকা প্রতীক জয়যুক্ত হবে বলে রাজনৈতিক সচেতন মহলের লোকজন ধারণা করছেন। ফলে আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিজয়ের মাল্য অপেক্ষা করছে আওয়ামী লীগের প্রার্থী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের জন্য।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!