॥কালুখালী প্রতিনিধি॥ কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বলেছেন, শান্তি-উন্নয়ন ও নিরাপদে বসবাস করার জন্য নৌকায় ভোট দিয়ে জিল্লুল হাকিমকে আবার এমপি নির্বাচিত করুন। তিনি নির্বাচিত হলে সকলের চাওয়া-পাওয়া পূরণ হবে।
গতকাল ২৭শে ডিসেম্বর সন্ধ্যায় কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুখালী মহিলা কলেজ প্রাঙ্গনে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।
বোয়ালিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ গফুর শেখের সভাপতিত্বে পথসভায় অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিঃ মনিরুজ্জামান খান, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম, সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তনয় চক্রবর্তী শম্ভু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, দেওয়ান আরাফাত হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবু হাসেম মোল্লা, ইউপি সদস্য আব্দুল করিম মোল্লা, শেখ মোহাম্মদ ফারুক, বোয়ালিয়া ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
পথসভায় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম আরো বলেন, এই সরকারের আমলে বোয়ালিয়া ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে। ব্রিজ-কালভার্ট, কলেজ-হাসপাতাল, মসজিদ-মন্দিরসহ সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রায় সকল রাস্তা পাকা করা হয়েছে। আরও যে কয়েকটি রাস্তা আছে সেগুলোর টেন্ডারও হয়েছে-অতি দ্রুত কাজ শুরু হবে। মানুষ এখন সুখে-শান্তিতে রয়েছে। এই উন্œয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেতা জিল্লুল হাকিমকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।