॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী জয়পুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ও নেতাকর্মীদের উদ্দেশ্যে বোমা নিক্ষেপের অভিযোগে পুলিশ গত ২৪শে ডিসেম্বর রাতে ৪জনকে গ্রেফতার করেছে।
এ ঘটনায় দাদশী ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হাফেজ ও শহীবওহাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাশেম মিয়াসহ বিএনপির ৪৬জনের মামলা হয়েছে। রাজবাড়ী থানার মামলা নং-৩৫, ধারাঃ ১৪৩/৪৪৮/৪৩৬/৩০৭/পেনাল কোড তৎসহ ১৯০৮সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৫।
মামলার আসামীরা হলো ঃ শহীদওহাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাশেম মিয়া(৪৮), দাদশী ইউনিয়নের চেয়ারম্যান লোকমান হাফেজ(৪৮), মূলঘরের বিএনপি নেতা মান্নান মোল্লা(৫২), ওহিদুজ্জামান মন্ডল(৪৮), আঃ লতিফ মৃধা(৪৫), নুরু শেখ(৫০), আকবর শেখ(৪২), তরিকুল ইসলাম তরু(৪০), নজরুল দেওয়ান(৪৯), আতর আলী শেখ(৫০), ইব্রাহিম সরদার(৪৮), রজব মিয়া(৫৩), আঃ আজিজ মোল্লা(৫৩), আমজাদ খান(৪৫), মোসলেম মোল্লা(৫৫), মিলন মোল্লা(৩১), সাইদ শেখ(৩৫), করিম সরদার(৪০), আফজাল মোল্লা(৩৫), বাবর আলী শেখ(৫০), গোলাপ শেখ(৪৫), মমিন শেখ(৫০), রমিজ প্রামানিক(৫১), মালেক প্রামানিক (৪২), ছব্দুল মোল্লা(৪৫), ফয়েজ দেওয়ান(৪০), ইছাক শেখ(৪৫), ফজের কাজী(৪৮), ছইজুদ্দিন মোল্লা(৪৫), আলমগীর(৩৫), জিয়া সরদার (৩৫), মোহাম্মদ খান(৪৫), আঃ কুদ্দুস(৪৮), রাজ্জাক মোল্লা(৪৮), আবজাল শেখ(৪০), মাসুদ(৪৫), আবু জাফর মিয়া(৪৫), বাদশা মিয়া(৫০), সিদ্দিক মোল্লা(৪৮), লিটন বিশ^াস(৩০), নেপাল মন্ডল(৪৫), সজীব ফকির(৫০), রব শেখ(৫০), খোরশেদ(৫৫), জাহিদ খান(৪০) ও আঃ খালেক মন্ডল(৪৬)।
মামলা সুত্রে প্রকাশ, গত ২৩শে ডিসেম্বর রাতে ধুলদী জয়পুর গ্রামস্থ গালস স্কুলের পাশে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে মিটিং ছিল। রাত সাড়ে ১১টার দিকে মিটিং শেষ করে নেতাকর্মীরা অফিসের বাইরে এলে উল্লেখিতরা তাদের লক্ষ্য করে পরপর ৪টি বোমা নিক্ষেপ করে। এ সময় বোমার শব্দে নেতাকর্মীরা আতংকিত হয়ে দিকবিদিক ছোটাছুটি করে আত্মরক্ষা করে। এরপর উল্লেখিত বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় ধুলদীজয়পুর গ্রামের মৃত ওহেদ আলী শিকদারের ছেলে ইয়াকুব আওয়ামী লীগ নেতা ইয়াকুব শিকদার(৫০) বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ খোরশেদ(৫৫), জাহিদ খান(৪০), আঃ খালেক মন্ডল(৪৬) ও ছিদ্দিকুর রহমান মোল্লা(৫৫) গ্রেফতার করে। গতকাল ২৫শে ডিসেম্বর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।