॥রঘুনন্দন সিকদার॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম,এমপি বলেছেন, উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। নৌকায় ভোট দিয়ে এই আসনটি শেখ হাসিনাকে উপহার দিন। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।
গতকাল ২৫শে ডিসেম্বর সন্ধ্যায় জাবরখোল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোঃ জিল্লুল হাকিম বলেন, আমি বালিয়াকান্দিতে অনেক উন্নয়নমূলক কাজ করেছি। প্রত্যেকটি ইউনিয়নের মাটির রাস্তা থেকে পাকা রাস্তা, ব্রিজ, কালভার্টসহ প্রায় সব বাড়ীতে বিদ্যুৎতের ব্যবস্থা করে দিয়েছি। বালিয়াকান্দি কলেজ ও বালিয়াকান্দি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় সরকারী করেছি। বিভিন্ন মসজিদ মন্দিরে উন্নয়ন করেছি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে একটি উন্নয়নমূলক কাজও করে দেখাতে পারে নাই। উন্নয়নের নামে তারা টাকা-পয়সা লুটপাট করে খেয়েছে। আন্দোলনের নামে আগুন সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে মেরেছে। সাধারণ মানুষের উপর, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অন্যায়-অত্যাচার, নির্যাতন করেছে। সাধারণ মানুষ শান্তিতে ঘুমাতে পারে নাই। আওয়ামীলীগ প্রতিহিংসার রাজনীতি করে না। আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তোলাই সবচেয়ে বড় অর্জন আওয়ামী লীগ সরকারের। তাই নৌকা প্রতীককে নির্বাচিত করে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখুন। শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আবার ক্ষমতায় এলে প্রতিটি গ্রামের মানুষ শহরের মানুষের মত সুযোগ-সুবিধা পাবে।
বালিয়াকান্দি সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাজাহান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণপদ মন্ডলের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ফকরুজ্জামান মুকুট, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য আঃ সাত্তার খান, সহ-সভাপতি ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম সূফি, যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, সাংগঠনিক সম্পাদক সনজিৎ রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, বালিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম মন্টু, সাধারণ সম্পাদক ইমরুল আহসান পুলক, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির প্রমুখ বক্তব্য রাখেন।
জাবরকোলের এই নির্বাচনী সভা শেষে মোঃ জিল্লুল হাকিম বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি ঈদগাঁহ ময়দানে এবং শালমারা উচ্চ বিদ্যালয়ের মাঠে আরও ২টি নির্বাচনী সভায় বক্তব্যে রাখেন।