সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

কালুখালী উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

॥মনির হোসেন॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল ২১শে ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা ও কালুখালী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিনব্যাপী রতনদিয়া রজনীকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকালে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, নির্বাচন উপলক্ষে গঠিত জেলা ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সদস্য রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কামরুন নাহার, উপজেলা নির্বাচন অফিসার(ভারপ্রাপ্ত) সাদিয়া ইসলাম লুনা এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ হাবিবুল্লাহসহ কর্মশালায় অংশগ্রহণকারী সকল প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কালুখালী উপজেলায় ৪৬টি ভোট কেন্দ্রের ২২৬টি স্থায়ী ও ১১টি অস্থায়ীসহ মোট ২৩৭টি কক্ষের মাধ্যমে উপজেলার মোট ভোটার ১লক্ষ ১৭হাজার ৬৪৩ জন ভোটারের যার মধ্যে ৫৯ হাজার ৭৫৭ জন পুরুষ ও ৫৭ হাজার ৮৮৬ জন মহিলার ভোট গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!