শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ীতে বিজ্ঞান চেতনা’র আয়োজনে শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময় শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ সামাজিক সংগঠন রাজবাড়ী বিজ্ঞান চেতনা’র আয়োজনে গতকাল ২১শে ডিসেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘দারিদ্র কোন বাঁধা নয়, সমাজ যদি মানবিক হয়’ শ্লোগানকে সামনে রেখে আর্থিকভাবে পিছিয়ে থাকা কন্যা শিশুদের শিক্ষাবৃত্তি প্রদান ও আলোকিত বইপড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিজ্ঞান চেতনা’র আহ্বায়ক মহিতুজ্জামান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী প্রফেসর মনসুর-উল-করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, জেলা মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম এবং বিশিষ্ট সমাজকর্মী ও বিজ্ঞান চেতনা’র শিক্ষা কার্যক্রমের ডোনার কানিজ ফতেমা চৈতি। স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিজ্ঞান চেতনার সদস্য মোঃ রেজাউল করিম।
এ সময় বিজ্ঞান চেতনা ক্লাবের অন্যান্য সদস্যগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে একটি কন্যা শিশুসহ সকল শিশুদের উপর তাদের দায়িত্ব, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, বিজ্ঞান প্রযুক্তির বদৌলতে দেশসহ বিশ্বের উন্নত ও প্রযুক্তিগত অগ্রগতি, একাগ্রতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে সুন্দর জীবন গঠন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষক যারা শিশুদের হাতে খড়ি দেন জাতির বৃহত্তর স্বার্থে তাদের সুযোগ-সুবিধা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চেয়েও বেশী প্রদান করা, শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক, গোপনে দান করা, কন্যা শিশুদের উন্নয়নে সকলের অংশগ্রহণসহ বিজ্ঞান চেতনার আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে কানিজ ফাতেম চৈতির আর্থিক সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৪১জন পিছিয়ে থাকা কন্যা শিশুকে মাসিক ২শত টাকা করে তিন মাসের ৬শত টাকার শিক্ষাবৃত্তি এবং আলোকিত বইপড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮০জন শিক্ষার্থীর মধ্যে বিজয়ী ৩২ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!