॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ সামাজিক সংগঠন রাজবাড়ী বিজ্ঞান চেতনা’র আয়োজনে গতকাল ২১শে ডিসেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘দারিদ্র কোন বাঁধা নয়, সমাজ যদি মানবিক হয়’ শ্লোগানকে সামনে রেখে আর্থিকভাবে পিছিয়ে থাকা কন্যা শিশুদের শিক্ষাবৃত্তি প্রদান ও আলোকিত বইপড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিজ্ঞান চেতনা’র আহ্বায়ক মহিতুজ্জামান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী প্রফেসর মনসুর-উল-করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, জেলা মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম এবং বিশিষ্ট সমাজকর্মী ও বিজ্ঞান চেতনা’র শিক্ষা কার্যক্রমের ডোনার কানিজ ফতেমা চৈতি। স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিজ্ঞান চেতনার সদস্য মোঃ রেজাউল করিম।
এ সময় বিজ্ঞান চেতনা ক্লাবের অন্যান্য সদস্যগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে একটি কন্যা শিশুসহ সকল শিশুদের উপর তাদের দায়িত্ব, বঙ্গবন্ধুর সোনার বাংলা ও তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ, বিজ্ঞান প্রযুক্তির বদৌলতে দেশসহ বিশ্বের উন্নত ও প্রযুক্তিগত অগ্রগতি, একাগ্রতা, সততা ও নিষ্ঠার মাধ্যমে সুন্দর জীবন গঠন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষক যারা শিশুদের হাতে খড়ি দেন জাতির বৃহত্তর স্বার্থে তাদের সুযোগ-সুবিধা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চেয়েও বেশী প্রদান করা, শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকর দিক, গোপনে দান করা, কন্যা শিশুদের উন্নয়নে সকলের অংশগ্রহণসহ বিজ্ঞান চেতনার আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানে কানিজ ফাতেম চৈতির আর্থিক সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৪১জন পিছিয়ে থাকা কন্যা শিশুকে মাসিক ২শত টাকা করে তিন মাসের ৬শত টাকার শিক্ষাবৃত্তি এবং আলোকিত বইপড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮০জন শিক্ষার্থীর মধ্যে বিজয়ী ৩২ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।