॥রঘুনন্দন সিকদার॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা ও বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে গতকাল ২০শে ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ৬৪জন প্রিজাইডিং অফিসার, ২৮৯জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৫৮০ জন পোলিং অফিসার কর্মশালায় অংশগ্রহণ করে।
প্রশিক্ষণ কর্মশালার পূর্বে বালিয়াকান্দি উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ শওকত আলী।
জেলা নির্বাচন অফিসার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম-সেবা এবং বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মাসুম রেজা।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ হাবিবুল্লা ও মোঃ রফিকুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম আজমল হুদা, ডিবি’র ওসি মোঃ কামাল হোসেন ভূঁইয়া, বালিয়াকান্দি উপজেলা নির্বাচন অফিসার মোঃ নিজাম উদ্দিন আহম্মেদ এবং গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলামসহ প্রশিক্ষণ গ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বালিয়াকান্দি উপজেলায় ৬১টি ভোটকেন্দ্রের ২৭৬টি ভোটকক্ষের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।