শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মধুখালীর বিভিন্ন স্থানে মহাজোট প্রার্থী বুলবুলের নির্বাচনী পথসভা

  • আপডেট সময় শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

॥শাহ্ মোঃ ফারুক হোসেন॥ ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আসনের মহাজোট প্রার্থী আওয়ামী লীগ নেতা মনজুর হোসেন বুলবুল গতকাল ২০শে ডিসেম্বর মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা ও পথসভায় অংশগ্রহণ করেন।
তিনি সকাল থেকে জাহাপুর ইউনিয়নের দাড়িরপার সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুরারদিয়া বাজার, জফরাকান্দি মোড়, জাহাপুর বাসস্টান্ড, বকশীপুর ও চাঁদপুর প্রাথমিক বিদ্যালয়, রায়পুর ইউনিয়নের মাঝকান্দি, ছকড়িকান্দি প্রাথমিক বিদ্যালয়, হাটঘাটা, পাইককাদি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথদী, ব্যাসদি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীনারায়ণপুর, দামোদরদী, ব্রাক্ষ্মণকান্দা হাটসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা এবং সন্ধা সাড়ে ৬টায় মেগচামী বোর্ড অফিস মাঠে ও সাড়ে ৮টায় ডুমাইনে জনসভায় বক্তব্য রাখেন।
এ সময় মহাজোট প্রার্থী মনজুর হোসেন বুলবুল দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসব পথসভা ও জনসভায় অন্যান্যের মধ্যে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি লিয়াকত সিকদার, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মনোজ সাহা, ব্যবসায়ী সুভাষ সাহা এবং জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!