॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, এমপি’র সমর্থনে গতকাল ২০শে ডিসেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের কোমরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আব্দুর রশিদ শেখের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল বিন খালেক, আওয়ামী লীগ নেতা রাম গোপাল চট্টোপাধ্যায়, অবঃ প্রধান শিক্ষক বলাই চন্দ্র দাস, আব্দুল জলিল মিয়া, আমিন মাস্টার, ইউপি সদস্য আজাদ শেখ, ওহিদ মীর প্রমুখ বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন জামালপুর কলেজের প্রভাষক ইমদাদুল হক শামীম। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।