Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী-১ আসনে তাদের সম্প্রীতির কমতি নেই! সমস্যা কি শুধু মাঠে!!

আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এবং বিএনপির প্রার্থী সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর পর নির্বাচনের মাঠে বিএনপির প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করে আসছেন। শহরের খলিফাপট্টিতে বিএনপির নির্বাচনী সভায় হামলা ও ভাংচুরের ঘটনার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ এবং ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন বিএনপির প্রার্থী। এ নিয়ে গত কয়েকদিন রাজবাড়ী শহর জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। এসব কিছুর মাঝেও আওয়ামী লীগ ও বিএনপির এই দুই প্রার্থীর সম্প্রীতির কোন ঘাটতি লক্ষ্য করা যায়নি আজ ১৫ই ডিসেম্বর দুপুরে। ছবিতে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মোঃ মোজ্জাম্মেল হকের জানাযা’তে উপস্থিত এ দুই নেতা বসেন একই স্থানে পাশাপাশি। তারা এক অপরের হাতে হাত রেখে কানে কানে আলাপ করেন। তাদের দু’জনের অন্তরঙ্গ আলাপ কাছে এবং দূর থেকে প্রত্যক্ষ করেন অনেকে। এ এময় অনেকেই বলাবলি করছিল শুধু নেতাদের মধ্যে নয় মাঠ পর্যায়ের কর্মী সমর্থকদের মধ্যেও রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি থাকা প্রয়োজন। দুর্ভল এ দৃশ্য ক্যামেরাবন্দী করেন সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম।