রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী-১ আসনে তাদের সম্প্রীতির কমতি নেই! সমস্যা কি শুধু মাঠে!!

  • আপডেট সময় শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮

আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী এবং বিএনপির প্রার্থী সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর পর নির্বাচনের মাঠে বিএনপির প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গসহ বিভিন্ন অভিযোগ উত্থাপন করে আসছেন। শহরের খলিফাপট্টিতে বিএনপির নির্বাচনী সভায় হামলা ও ভাংচুরের ঘটনার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ এবং ফেসবুকে একাধিক স্ট্যাটাস দেন বিএনপির প্রার্থী। এ নিয়ে গত কয়েকদিন রাজবাড়ী শহর জুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। এসব কিছুর মাঝেও আওয়ামী লীগ ও বিএনপির এই দুই প্রার্থীর সম্প্রীতির কোন ঘাটতি লক্ষ্য করা যায়নি আজ ১৫ই ডিসেম্বর দুপুরে। ছবিতে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের ভান্ডারিয়া দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা মোঃ মোজ্জাম্মেল হকের জানাযা’তে উপস্থিত এ দুই নেতা বসেন একই স্থানে পাশাপাশি। তারা এক অপরের হাতে হাত রেখে কানে কানে আলাপ করেন। তাদের দু’জনের অন্তরঙ্গ আলাপ কাছে এবং দূর থেকে প্রত্যক্ষ করেন অনেকে। এ এময় অনেকেই বলাবলি করছিল শুধু নেতাদের মধ্যে নয় মাঠ পর্যায়ের কর্মী সমর্থকদের মধ্যেও রাজনৈতিক ও সামাজিক সম্প্রীতি থাকা প্রয়োজন। দুর্ভল এ দৃশ্য ক্যামেরাবন্দী করেন সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!