বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জামায়াতে ইসলামী সম্পর্কে প্রশ্ন করায় সাংবাদিকদের হুমকি দিলেন ড. কামাল

  • আপডেট সময় শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ও গণফেরাম সভাপতি ড. কামাল হোসেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রকাশ্য বিরোধিতাকারী জামায়াত ইসলামী সম্পর্কে তার অবস্থান জানতে চাওয়ায় সাংবাদিকদের হুমকি দিয়েছেন।
আজ ১৪ই ডিসেম্বর সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ শেষে জামায়াতে ইসলামী সম্পর্কে কয়েকটি প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের ধমক দিয়ে বলেন, ‘শহীদদের কথা চিন্তা কর। শহীদদের কথা চিন্তা কর। তোমাদের মুখ বন্ধ কর, চুপ কর, খামোশ। প্রশ্নকারী সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন, কোন পত্রিকা থেকে এসেছো। তোমাকে চিনে রাখব।’
একজন সাংবাদিক ড. কামালের কাছে জানতে চান, নির্বাচন কমিশন যে দলের নিবন্ধন বাতিল করেছে, সেই জামায়াত ইসলামী কিভাবে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করছে? ড. কামাল হোসেন এ প্রশ্নে রেগে গিয়ে বলেন, ‘এ বিষয়ে আদৌ কোন প্রশ্ন ওঠে নাই। তোমরা অপ্রয়োজনীয় কথা বলছ। এই প্রশ্নগুলো করার জন্য তোমরা কত টাকা পেয়েছ, কে তোমাদের টাকা দিয়েছে?’
এর আগে ড. কামাল অপর এক প্রশ্নের জবাবে বলেন, আমরা শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে এসেছি। দেশের স্বাধীনতার জন্য লাখ লাখ লোক জীবন দিয়েছে। দেশের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে এবং সকলের জন্য অর্থবহ করে তুলতে হবে। যারা শুধু মাত্র নিজের স্বার্থের কথা ভাবে, স্বাধীনতা তাদের জন্য নয়, সকলের জন্য। আমরা একটি সুন্দর সমাজের জন্য কাজ করে যাচ্ছি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের(জেএসডি) সভাপতি আ. স.ম. আবদুর রব এবং গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরে প্রধান বিচারপতির আদালতে একটি শুনানিতে এ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম সম্পর্কে এক মন্তব্য করে ড. কামাল হোসেন কঠোর সমালোচিত হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!