॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে “ডিজিটাল বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১২ই ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শামসুন্নাহার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিভাগের সহকারী কমিশনার মোঃ আরিফুজ্জামানসহ অন্যান্য সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ ও তাদের অভিভাবকগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমানে দেশের অধিকাংশ মানুষই জানে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কিভাবে করতে হয়। সেই কারণে তারা আজকে ঘরে বসেই বিভিন্ন সুবিধা ভোগ করছে। সরকার ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠার ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ সেখান থেকে ২শ’টিরও বেশী সুবিধা ভোগ করছে। সরকারী বিভিন্ন দপ্তর প্রযুক্তির ব্যবহার করে পেপারলেস অফিসে পরিণত হয়েছে। শুধু সেটাই নয় এই ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে বিভিন্ন অফিসের খরচ অনেক কমে এসেছে এবং কাজের স্বচ্ছতা অনেকাংশে নিশ্চিত হয়েছে। এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, অর্থনৈতিক সেক্টর, যোগাযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে দেশের অর্থনীতিও বর্তমানে অনেক শক্তিশালী হয়েছে। এছাড়াও তিনি তার বক্তব্যে দেশের ভবিষ্যৎ প্রজন্ম শিক্ষার্থীসহ সকলকে ভালো কাজের মাধ্যমে দেশের উন্নয়নে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানান। আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরীতে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।