॥শাহ্ মোঃ ফারুক হোসেন॥ মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে চলতি মৌসুমের আখ মাড়াই উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৭ই ডিসেম্বর বিকালে ক্যান ক্যারিয়ার প্রাঙ্গনে মিলাদ মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে ডোঙায় আখ নিক্ষেপনের মাধ্যমে ২০১৮-২০১৯ অর্থবছরে চিনিকলের ৪৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আকমল হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিল ও আখ মাড়াই উদ্বোধন অনুষ্ঠানে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি)’র সদর দপ্তরের প্রধান(ক্রয়) মিজানুর রহমানসহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকগণ ও আখচাষীরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন চিনিকল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম।
চিনিকল সূত্রে জানা গেছে, চলতি ২০১৮-২০১৯ মাড়াই মৌসুমে ১০৩ কার্যদিবসে ১লক্ষ ৮হাজার ৪শত ২৩ মেঃ টন আখ মাড়াই করে ৮হাজার ১শত ৩১ মেঃ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে শতকরা ৭.৫ ভাগ। গত বছর ২০১৭-১৮ আখ মাড়াই মৌসুমে মিলটিতে ৭৬ কার্যদিবসে ৭৬ হাজার ৩শত ৯৫ মেঃ টন আখ মাড়াই করে ৫হাজার ৭শত ২৯ মেঃ টন চিনি উৎপাদনের এবং শতকরা ৭.৫ ভাগ চিনি আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। কিন্ত ৬৫ কার্যদিবসে ৬২ হাজার ৪শত ৬৩ মেঃ টন আখ মাড়াই করে মাত্র ৩হাজার ২শত ৯৭ মেঃ টন চিনি উৎপাদিত হয়েছিল। আর চিনি আহরণের হার ছিল শতকরা মাত্র ৫.২৬ ভাগ।
উল্লেখ্য, চিনিকলটি ২০১৭-২০১৮ অর্থবছর পর্যন্ত মোট ৪২টি মাড়াই মৌসুমের বেশীর ভাগ সময়ই লোকসানে ছিল। মোট লোকসানের পরিমাণ প্রায় ২১০ কোটি। ২০১৭-২০১৮ অর্থ বছরেও মিলটি লোকসানে রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।
চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক আকমল হোসেন বলেন, ‘আমাদের চিনিকলের বর্তমান অবস্থা তেমন ভালো নয়। কয়েক বছর ধরে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। বিষয়টি আমাদের মাথায় রয়েছে। এবার আখের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছিল, যাতে আখের অভাবে মিল বন্ধ হয়ে না যায়। আশা করি, লক্ষ্যমাত্রার কাছাকাছি যেতে পারব।’