Site icon দৈনিক মাতৃকণ্ঠ

এডিসি আলমগীর হুসাইনের প্রকাশিত ৩টি কবিতার বই

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(উপ-সচিব) মোঃ আলমগীর হুসাইন। কবি হিসেবে তিনি হুসাইন আলমগীর নামে পরিচিত। এ পর্যন্ত তার ৩টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, যার প্রতিটিই পাঠকপ্রিয়তা পেয়েছে।
প্রথম বই ‘কষ্টগুলো স্বপ্ন হয়ে ওঠে’র প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২০১৬ সালের অমর একুশের বই মেলায়। একই বছর বইটির আরো ৩টি সংস্করণ প্রকাশিত হয়। কবি বইটি তার অনুপ্রেরণাকারীদের উৎসর্গ করেছেন। মাতৃভাষা প্রকাশ প্রকাশনী কর্তৃক প্রকাশিত বইটিতে সমসাময়িক, অনামিকা নারী, আপন-পর, নারী, পাহাড়ি মেঘ, দোলাচল, বলার কিছু নেইসহ মোট ৫৭টি কবিতা রয়েছে। ঝকঝকে কাগজে ছাপা ৮৮ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৮০ টাকা।
দ্বিতীয় বই ‘টেরাকোটা নারী’রও প্রথম সংস্করণ প্রকাশিত হয় ২০১৬ সালের অমর একুশের বই মেলায়। একই বছর বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। কবি বইটি তার প্রিয় ব্যক্তিত্ব সব্যসাচি লেখক আব্দুল মান্নান সৈয়দকে উৎসর্গ করেছেন। একই প্রকাশনী কর্তৃক প্রকাশিত বইটিতে চাঁদের তুফান, স্বপ্ন¯œান, হলুদ সভ্যতা, সুখের পান্ডুলিপি, মায়াবী আঁচলর, শাদা কবুতরসহ ৩৮টি কবিতা রয়েছে। ঝকঝকে কাগজে ছাপা ৮০ পৃষ্টার এই বইটির মূল্য রাখা হয়েছে ১৭০ টাকা।
আরেকটি বইয়ের নাম ‘অলকা ও ইডিয়টের কবিতা’। প্রকাশিত ৩টি কাব্যগ্রন্থই পাঠকপ্রিয়তা পেয়েছে।