॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামে শ্রী শ্রী হরি ঠাকুরের মাঘী পূর্র্ণিমার তিরোধান তিথিতে তাঁর স্মৃতির তর্পনে গতকাল ১০ই ফেব্রুয়ারী ২৮৩তম গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী হরি ঠাকুরের পুকুরে সকাল থেকে ভক্ত-পূণ্যার্থীরা পূণ্যের আশায় হাতে বেল পাতা, ফুল, ধান-দূর্বা, হরিতকি, ডাব, কলা, তেল, সিঁদুর ইত্যাদি গঙ্গার বুকে অর্পণ ও গঙ্গাস্নান করেন। প্রতি বছরের ন্যায় এ বছরও গঙ্গাস্নান উপলক্ষে ১০ দিনব্যাপী মেলা বসেছে।
হরিঠাকুর মন্দির কমিটির সভাপতি পরিমল কুমার বিশ্বাস জানান, হরি ঠাকুরের মেলা রাজবাড়ীর অন্যতম ঐহিত্যবাহী একটি মেলা। এ বছর জেলা প্রশাসন থেকে ১০ দিনব্যাপী মেলার অনুমতি প্রদান করা হয়েছে। হরি ঠাকুরের তিরোধান তিথিতে পূণ্যার্থীরা দেশের বিভিন্ন জেলা থেকে এখানে ¯œান করতে আসেন। মেলার পাশাপাশি ৪দিন ব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন এবং কৃষ্ণযাত্রার আয়োজন করা হয়েছে।
স্নান করতে আসা গোপালগঞ্জের ভক্ত অধীর বিশ্বাস জানান, আমরা প্রতি বছর এখানে গঙ্গাস্নান করতে আসি। এখানে স্নান করতে অনেক ভক্তের সমাগম ঘটে।
হরিঠাকুরের মেলায় বাঁশ ও বেতের তৈরি উপকরণ এবং গৃহস্থালী উপকরণের চাহিদা ব্যাপক বলে জানিয়েছেন মেলায় আসা ক্রেতা ও বিক্রেতারা। মেলার সাধারণ সম্পাদক শ্যামল কুমার শিকদার সরকারী সহায়তার কথা স্বীকার করে ধন্যবাদ জানান। মেলা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম,পিপিএম জানান, গঙ্গাস্নান উপলক্ষে ভক্তদের ব্যাপক সমাগম ঘটে। এই গঙ্গাস্নান উপলক্ষে হরি ঠাকুর বাড়ী এবং সমাধিনগর ঘাটে পর্যাপ্ত পরিমানে পুলিশ মোতায়েন থাকবে।