॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত অন্যতম প্রার্থী হারুন অর রশিদ হারুনের সমর্থনে বালিয়াকান্দি উপজেলা যুবদলের আয়োজনে গতকাল ৪ঠা নভেম্বর বিকালে আমতলা বাজার সংলগ্ন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরোয়ার ভূইয়ার বাড়ীতে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সভাপতি জাফর আলী মিয়ার সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ।
অন্যান্যের মধ্যে জেলা বিএনপি নেতা গোলাম সরোয়ার ভূইয়া, মিজানুর রহমান বিল্লাল, ইছাক আলী মিয়া ফেলা, চৌধুরী মাহ্ফুজুল কবির জুয়েল, গওছেল আজম গহের, নারুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম বকুল, সহ-সভাপতি তমিজ উদ্দিন মৃধা, যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক জমির উদ্দিন, জিহাদ হোসেন, নবাবপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সবুজ শেখ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সজল মাহমুদ, ছাত্রনেতা মিরাজুল ইসলাম সৈকত, উজ্জল মন্ডল ও ফরিদ হোসেন আশিক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থী হারুনের পক্ষে কাজ করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সভা সঞ্চালনা করেন আনোয়ার হোসেন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।