॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা আদি মহাশশ্মানে গতকাল ১০ই ফেব্রুয়ারী থেকে ১০দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান ও মেলা শুরু হয়েছে। মেলা চলবে ১৯ ফেরুয়ারী পর্যন্ত।
জানাযায়, পাংশা আদি মহাশশ্মানে ৭৮তম ৭২প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অনুষ্ঠানের কর্মসূচী গত বৃহস্পতিবার শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে শুরু করা হয়। ইতিমধ্যে মেলায় বেশ কিছু দোকান পাঠ বসেছে। গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রথম দিনেই মেলায় সনাতন হিন্দু ধর্মের লোকজনের পদচারণায় সরগরম হয়ে ওঠে পাংশা আদি মহাশশ্মান চত্বর।