॥শিহাবুর রহমান॥ শ^শুর বাড়ী থেকে মোটর সাইকেল ও এনড্রোয়েট মোবাইল কেনার টাকা এনে না দেয়ায় ২মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারপিট করাসহ তলপেটে লাথি মেরে আহত করেছে যৌতুক লোভী স্বামী শাহিন মোল্লা(৩০)। শুধু তাই নয় গর্ভপাতের ট্যাবলেট খাওয়ায়ে স্ত্রীর পেটের বাচ্চাও নষ্ট করেছে পাষন্ড স্বামী।
ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের কৈডাঙ্গা বারেক গ্রামে। এ ঘটনায় গতকাল ২৯শে নভেম্বর রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন নির্যাতিতা স্ত্রী বন্যা বেগম(২১)।
মামলায় স্বামী শাহিন মোল্লা ছাড়াও শ^াশুড়ী জাহানারা বেগম(৫০) ও শ^শুর মোতালব মোল্লা (৫০)কে আসামী করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য রাজবাড়ী সদর থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন।
জানা যায়, দেড় লক্ষ টাকা মূল্যের মোটর সাইকেল ও একটি এনড্রোয়েট মোবাইল কেনার দাবীতে শ^শুর বাড়ী থেকে টাকা এনে দেয়ার জন্য স্ত্রী বন্যাকে নির্যাতন করে আসছিল স্বামী শাহিন মোল্লা। গত ১৫ই নভেম্বর বিকেলে স্ত্রীর কাছে একই দাবী করে শাহিন। এতে বন্যা অস্বীকার করায় শাহিন তাকে মারপিট করাসহ তলপেটে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এসময় বন্যার শ^শুর ও শাশুড়ী এসেও তাকে মারপিট করাসহ ছেলের সমর্থন করে।
এদিকে তলপেটে লাথি মারায় বন্যা ব্যাথায় ছটফট করে অসুস্থ্য হয়ে পড়ে। কিন্তু তারা তাকে চিকিৎসা না করে পেটের বাচ্চা নষ্ট করার জন্য গর্ভপাতের ট্যাবলেট খাওয়ায়। এতে সে প্রচন্ড অসুস্থ্য হয়ে পড়ে। এ ঘটনার পরদিন মোবাইলে খবর পেয়ে বন্যার মা শাহিদা বেগম জামাই বাড়ীতে এলে শাহিন তাকেও কিল ঘুষি মারে এবং ধারালো ছোড়া দিয়ে হত্যার হুমকি দেয়। তারপরও তিনি মেয়ে বন্যাকে ওই বাড়ী থেকে নিয়ে এসে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শাহিদা বেগম বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।