॥মোক্তার হোসেন॥ আগামী ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাজবাড়ী-২ আসনে (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা) গতকাল ২৮শে নভেম্বর ১জন স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ১১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন ঃ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিএনপির মনোনীত ৩জন প্রার্থী যথাক্রমে ঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু, রাজবাড়ী জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ ও জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুর রাজ্জাক খান, স্বতন্ত্র প্রার্থী নুরুদ্দিন মিয়া, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আলহাজ্ব এডভোকেট এবিএম নুরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নাজমুল হাসান, গণফোরামের ইমামুজ্জামান চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ নূর মোহাম্মদ, জাসদ(ইনু) সুশান্ত কুমার বিশ্বাস ও জাসদ(রব) সাবেক এমপি খন্দকার সদরুল আমীন হাবিব।
এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী মোঃ জিল্লুল হাকিম, বিএনপির নাসিরুল হক সাবু ও স্বতন্ত্র প্রার্থী নূরুদ্দিন মিয়া পাংশার ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে, বিএনপির অপর প্রার্থী আলহাজ্ব এডভোকেট আব্দুর রাজ্জাক খান কালুখালীর ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এছাড়া অন্যান্য প্রার্থীরা রাজবাড়ী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা যায়, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে পাংশার ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপির নাসিরুল হক সাবুর মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে আলহাজ্ব নাজমুল হুদা, এডভোকেট শাহীদুল ইসলাম, আশরাফুল ইসলাম মিয়া ও শওকত সরদার উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেল ৩টার দিকে পাংশার ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ জিল্লুল হাকিম এমপির মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, পাংশা পৌরসভার মেয়র ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও পাংশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আহম্মদ হোসেন এবং অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম শফী উদ্দিন পাতা উপস্থিত ছিলেন।