॥স্টাফ রিপোর্টার॥ ‘বাংলাদেশ ঃ অগ্রগতি ও উন্নয়নের দশ বছর’ শীর্ষক সঙ্কলনের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ১৮ই নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এবং অতিরিক্ত প্রেস সচিব মোঃ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে বইটি তুলে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদে ১০ বছরের উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রকাশ করা হয়েছে ‘বাংলাদেশ ঃ অগ্রগতি ও উন্নয়নের দশ বছর’ শীর্ষক সঙ্কলন। সঙ্কলনটির প্রধান সম্পাদক প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। আর এটি গ্রন্থনা ও সম্পাদনা করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মোঃ নজরুল ইসলাম।
২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত শেখ হাসিনা সরকারের উল্লেখযোগ্য অর্জনগুলো এ সঙ্কলনে স্থান পেয়েছে। সঙ্কলনটির মুখবন্ধে শেখ হাসিনার সংগ্রামী জীবন এবং উন্নয়ন দর্শনের একটি নাতিদীর্ঘ বর্ণনা রয়েছে। শেষাংশে ঊনবিংশ এবং বিংশতম অনুচ্ছেদে ১০ বছরে চারটি অনন্য অর্জন এবং দশ বছরে আর্থিক খাতের কয়েকটি মাইলফলক অর্জনের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে। আর্ট পেপারে মুদ্রিত চার-রঙা ২৭২-পৃষ্ঠার ‘বাংলাদেশ ঃ অগ্রগতি ও উন্নয়নের দশ বছর’ সঙ্কলনটি প্রকাশ করেছে বাংলাবাজারের জিনিয়াস পাবলিকেশন্স।