সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

বিশ্ব অটিজম সংস্থার কংগ্রেসে প্রবন্ধ উপস্থাপন করলেন পুতুল

  • আপডেট সময় শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে গত ১২-১৫ই নভেম্বর অনুষ্ঠিত বিশ্ব অটিজম সংস্থা (ডব্লিউএও)’র পঞ্চম আন্তর্জাতিক কংগ্রেসে ‘অটিজম এরাউন্ড দ্য ওয়ার্ল্ড’ ও ‘ইফেক্টিভ স্ট্র্যাটেজিজ ফর এড্রেসিং ডাইভার্সিফাইড লার্নিং নিডস অব স্টুডেন্টস ইন মেইনস্ট্রিম ক্লাসরুমস’ শীর্ষক ২টি প্রবন্ধ উপস্থাপন করেন।
ডব্লিউএও’র সহায়তায় অটিজম সোসাইটি অব আমেরিকা ও টেক্সাস মেডিকেল সেন্টারের পেশাজীবীদের সহযোগীতায় টেক্সাস ও মেক্সিকোর বিভিন্ন এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ কংগ্রেসে অটিজম আক্রান্ত ব্যক্তি, তাদের পরিবার, বন্ধু-বান্ধব ও সংশ্লিষ্ট পেশাজীবী থেকে শুরু করে বিশিষ্ট বক্তাদের জন্য সার্বিক কর্মসূচী রাখা হয়। সায়মা ওয়াজেদ পুতুল ছাড়াও সূচনা ফাউন্ডেশনের নাজিশ আরমান ও অ্যাশলি অ্যাডকিন্সও কংগ্রেসে প্রবন্ধ উপস্থাপন করেন। সূচনা ফাউন্ডেশনের সিইও মালকা শামরোজও এতে অংশগ্রহণ করেন।
ডব্লিউ’র চলতি বছরের কংগ্রেসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘ক্লোজিং দ্য গ্যাপ’। এর লক্ষ্য হলো বিভিন্ন সুযোগ-সুবিধা সুলভ করা। কংগ্রেসে সেবাদানকারী প্রতিষ্ঠান, পেশাজীবী ও অটিজম আক্রান্ত ব্যক্তিবর্গের পরিবার পরস্পরের মধ্যে তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও সহায়তা বিনিময় করেন। সম্মেলনে অটিজম বিষয়ে সর্বশেষ গবেষণা, বাস্তব দক্ষতা ও ব্যক্তিগত অভিজ্ঞতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ডব্লিউএও’র কংগ্রেসে অংশগ্রহণের আগে সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল সেন্ট্রো আন সুলিভান ডেল পেরু (সিএএসপি)’র সহযোগিতায় বাংলাদেশে নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার (এনডিডি) আক্রান্ত ব্যক্তিদের জন্য সহায়তাপুষ্ট কর্মসংস্থান কর্মসূচী প্রণয়নে গত ৪-১১ই নভেম্বর পেরুর রাজধানী লিমা সফর করেন। সিএএসপি একটি অলাভজনক শিক্ষামূলক সংস্থা। এটির নিউরোডেভেলপমেন্টাল ডিজঅর্ডার(এনডিডি) আক্রান্ত ব্যক্তিদের জন্য কর্মসংস্থান তৈরীতে কমিউনিটি ভিত্তিক সফল কর্মসূচী পরিচালনার দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে। সূচনা টিম সিএএসপি পরিদর্শন ছাড়াও পেরুর কংগ্রেস অব দ্য রিপাবলিক এবং বিভিন্ন সহায়তাপুষ্ট কর্মসংস্থান উদ্যোগ পরিদর্শন করে। এছাড়া তারা সহায়তাপুষ্ট কর্মসংস্থানের সঙ্গে সমন্বয়কৃত বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও শ্রেণীকক্ষ পরিদর্শন করেন এবং আলোচনায় অংশ নেন।
সায়মা ওয়াজেদ হোসেন পুতুল একজন পেশাদার স্কুল সাইক্লোজিস্ট। তিনি অটিজম ও এনডিডি বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ডিজঅ্যাবিলিটি এন্ড ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ক অ্যাডভাইজরি গ্রুপের ইন্টারন্যাশনাল ফোকাল পয়েন্টের চেয়ারপার্সন এবং দক্ষিণ-পূর্ব এশীয় অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও)’র অটিজম বিষয়ক শুভেচ্ছা দূত।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!