বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের ৫দিনের কর্মসূচী আজ শুরু

  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

॥স্টাফ রিপোর্টার॥ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে ৫দিনব্যাপী বিজয় মেলাসহ নানা অনুষ্ঠানের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ১৪ই ডিসেম্বর হতে ১৮ই ডিসেম্বর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিজয় মেলা, যাতে থাকবে প্রতিদিন আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৪ই ডিসেম্বর সকাল ৯টায় লোকোসেড বদ্ধভূমি স্মৃতি সৌধে পু®পস্তবক অর্পন, সকাল ১০টায় শিল্পকলা একাডেমীতে শিশু একাডেমীর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচী বিকেল ৪টায় পুরস্কার বিতরণ এবং সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৫ই ডিসেম্বর সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট, ১৬ই ডিসেম্বর সকাল ৬টায় রাজবাড়ী পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা, সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, কেন্দ্রীয় বাস টার্মিনালের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে, লোকোশেডের বধ্যভূমিতে, রাজবাড়ী রেলক্রসিংয়ের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে, লক্ষ্মীকোলে মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদি’র কবরস্থানে ও নিউ কলোনীর মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশি’র কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, সরকারী শিশু পরিবার, কলেজ, মাদ্রাসা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, রোভার স্কাউট, বয়েজ স্কাউট, গার্লস গাইড, কাবস, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ ও কুচকাওয়াজ, সকাল ১০টায় শারীরিক কসরত ও ডিসপ্লে, দুপুর ১২টায় জেলা প্রশাসকের বাসভবনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাড়ে ১২টায় বসুন্ধরা সিনেমা হলে স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, বাদ যোহর মসজিদসমূহে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত, সুবিধামত সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে সন্ত্রাস ও জঙ্গীবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা, দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, বিকেল ৩টায় মহিলা ও অফিসার্স ক্লাবে মহিলাদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে সরকারী কর্মকর্তা/কর্মচারী বনাম বেসরকারী কর্মকর্তা/কর্মচারীদের মধ্যে দাঁড়িয়াবাধা প্রতিযোগিতা, জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ, মুক্তিযোদ্ধা সংসদ বনাম বাজার ব্যবসায়ী সমিতি, রাজবাড়ী প্রেসক্লাব বনাম জেলা বার এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বিকেল সাড়ে ৪টায় বিসিক, চাঁদমারীতে শ্যুটিং প্রতিযোগিতা, ১৫ ও ১৬ই ডিসেম্বর সন্ধ্যা হতে রাত ১টা পর্যন্ত গুরুত্বপূর্ণ সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবন/স্থাপনাসমূহ, বড়পুল হতে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক পর্যন্ত আলোকসজ্জা, ১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে “সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার” ও “মুক্তিযুদ্ধ” বিষয়ক আলোচনা, ১৭ই ডিসেম্বর সন্ধ্যা ৬টায় একই স্থানে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে জনমত সৃষ্টির জন্য আলোচনা এবং ১৮ই ডিসেম্বর রাজবাড়ী মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!