॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল ১০ই নভেম্বর ভোরে উপজেলার দক্ষিণ চর পাঁচুরিয়া ডাইভেশন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী লাল পতাকা গ্রুপের আঞ্চলিক কমান্ডার ইয়ার আলী প্রামানিক (৪৭)কে গ্রেফতার করেছে।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরী রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চরবরাট অন্তারমোড় গ্রামের মৃত ফেদু প্রামানিকের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, গতকাল শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ইয়ার আলী প্রামানিক দৌলতদিয়া-খুলনা মহাসড়ক সংলগ্ন দক্ষিণ চর পাচুরিয়া ডাইভেশন এলাকার একটি মুদী দোকানে সিগারেট চায়। এ সময় স্থানীয় কয়েকজন তার কোমরে রাখা রিভলবার দেখতে পায়। সিগারেট কেনার পর সে কিছুটা দূরে গেলে স্থানীয়রা বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফীকে জানান। তিনি টহলে থাকা এস.আই পরিমল কুমার বিশ^াসকে জানালে তিনি ঘটনাস্থলে এসে তাকে ধাওয়া করে আটক এবং তার কোমরে থাকা গুলিভর্তি রিভলবার জব্দ করেন।
গ্রেফতারকৃত ইয়ার আলী প্রামানিক রাজবাড়ী ও পাবনা অঞ্চলের নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী লাল পতাকা গ্রুপের আঞ্চলিক কমান্ডার। তার নিজস্ব বাহিনী রয়েছে। বাহিনী নিয়ে সে গোয়ালন্দের দুর্গম চরাঞ্চলসহ রাজবাড়ী ও পাবনা অঞ্চলের দুর্গম অঞ্চলে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ওপর নির্যাতন করে আসছিল। তার বিরুদ্ধে পাবনার সুজানগর ও বেড়া থানায় ২টি হত্যা, রাজবাড়ী সদর থানায় ১টি হত্যা ও অস্ত্র মামলা রয়েছে। তার বিরুদ্ধে এস.আই পরিমল কুমার বিশ^াস বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী আরো জানান, ইয়ার আলী খুবই দুর্ধর্ষ প্রকৃতির চরমপন্থী সন্ত্রাসী। গতকাল ১০ই নভেম্বর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছে।