Site icon দৈনিক মাতৃকণ্ঠ

খুলনা-৬ আসনে আ’লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করলেন মাহমুদ

॥স্টাফ রিপোর্টার॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ ৯ই অক্টোবর দলীয় মনোনয়নের আবেদনপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের আবেদনপত্র বিতরণের প্রথম দিনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসন থেকে নৌকা প্রতীকের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য মোহম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।
আজ শুক্রবার বিকেল ৩টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা ও কয়রা উপজেলার কয়েকশ নেতাকর্মী। পরে নেতাকর্মীরা আনন্দ মিছিল করে।
মনোনয়নের আবেদনপত্র সংগ্রহের পর মোহম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমি পাইকগাছা-কয়রার জনগনের জন্য কাজ করবো। বিশেষ করে কয়রার বেড়িবাঁধের অবস্থা অত্যন্ত শোচনীয়। এলাকার নদী ভাঙ্গন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে, আইল্যায় ক্ষতিগ্রস্ত কয়রার উন্নয়ন, সুপেয় পানির ব্যবস্থা ও স্কুল কলেজ উন্নয়নে বিরোচিত ভূমিকা রাখবো। আশা করি জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌর্কা প্রতীকের মনোনয়ন দিবেন। আমি সকলের দোয়া চাই। আল্লাহর রহমতে বিপুল ভোটে আমি বিজয়ী হয়ে জননেত্রীকে এ আসন উপহার দেব।