॥মোক্তার হোসেন॥ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৩০শে অক্টোবর ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক সাংস্কৃতিক উৎসব-২০১৮ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১১টায় পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পাংশা শিল্পকলা একাডেমীর নৃত্য ও কণ্ঠ শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। শেষে শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাংশা উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, পাংশা উপজেলা পরিসংখ্যান অফিসার মাহাবুব হোসেন, পাংশা উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস, পাংশা উপজেলা মহিলা বিষয়ক অফিসার এম.এ নাহার, পাংশা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর। অনুষ্ঠানে নারী-পুরুষ দর্শক ও শ্রোতারা শান্তিপূর্ণ পরিবেশে সাংস্কৃতিক উৎসব উপভোগ করেন।