॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে গত ২৮শে অক্টোবর সকালে এক স্কুল ছাত্রীর কপালে জোরপূর্বক সিঁদুর পরানোর চেষ্টা করে বলরাম সরকার (২০) নামের এক বখাটে।
এ ঘটনায় গতকাল ২৯শে অক্টোবর তার বিরুদ্ধে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ও থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
ঘটনার শিকার স্কুল ছাত্রী জানায়, সে স্কুলে আসা-যাওয়ার পথে বখাটে বলরাম প্রায়ই তাকে উত্যক্ত করে আসছিল। তার পিতা তাকে নিষেধ করা সত্বেও গত রবিবার সকালে সে বাড়ী হতে অন্যান্য দিনের ন্যায় স্কুলে যাওয়ার পথে বলরামের বাড়ীর সামনের রাস্তায় পৌঁছালে তাকে একা পেয়ে সে জোরপূর্বক তার কপালে সিঁদুর পরানোর জন্য টানা-হেঁচড়া করতে থাকে। এ সময় চিৎকার করতে থাকলে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে বলরাম তাকে ছেড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা বলেন, ওই স্কুল ছাত্রী উত্যক্তের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।