শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১:১৬ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

শেখ হাসিনাই শক্তি নৌকা মার্কায় মুক্তি —ফরিদপুর-১ আসনের এমপি আব্দুর রহমান

  • আপডেট সময় রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮

॥শাহ্ মোঃ ফারুক হোসেন॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুর রহমান বলেছেন, যথাসময়েই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে কে আসলো আর কে আসলো না সেটা বিবেচ্য বিষয় নয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সে নির্বাচনে আওয়ামী লীগ জনগণের ভোটে আবার ক্ষমতায় আসবে।
গতকাল ২৭শে অক্টোবর বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে আয়োজিত বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আব্দুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এতো উন্নয়ন হচ্ছে। দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। অচিরেই উন্নত দেশে পরিণত হবে। এজন্য আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনাদের সন্তান আব্দুর রহমানকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আপনাদের সন্তান জয়ী হলেই মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গায় উন্নয়ন অব্যাহত থাকবে। এই তিন উপজেলার ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, মৃত রেলপথ সচল করেছি। এখন ট্রেন চলছে। শুকনো চন্দনা বাড়াশিয়া পুনঃখনন করে পানি প্রবাহ করেছি। এখন চন্দনা বারাশিয়া নদীতে ১০/১২ কেজি ওজনের রুই-বোয়াল পাওয়া যাচ্ছে। ৫শত আসনের আধুনিক মিলনায়তন, বিপদে যার সাহায্য প্রয়োজন সেই ফায়ার সার্ভিস স্টেশন করেছি। পৌরসভা করে ১বছরের মধ্যে সি-শ্রেণী থেকে বি শ্রেণীতে উন্নীত করেছি। তাইতো আমাদের শ্লোগান ‘শেখ হাসিনাই শক্তি, নৌকা মার্কায় মুক্তি।’
মধুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জমান বাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু’র সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা পিকুল, আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, আলফাডাঙ্গা পৌরসভারর মেয়র সাইফুর রহমান সিপার, মধুখালী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া, এডঃ আলিউজ্জামান খোকন, শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার খোরশেদ আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরাইয়া সালাম, বিশিষ্ট ব্যবসায়ী সুভাষ সাহা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষে কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল বাশার, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আকরাম হোসেন মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, আখচাষী মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ গোস্বামী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আব্দুর রহমান এমপির পক্ষে জনজোয়ার সৃষ্টি করে তাকে পুনঃনির্বাচিত করে এমপি হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার অঙ্গীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!