॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা গতকাল বৃহস্পতিবার দুপুরে পাংশা মডেল থানা ভিকটিম সাপোর্ট সেন্টার উদ্বোধন করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নামফলক উন্মোচনের মধ্য দিয়ে পাংশা মডেল থানা ভিকটিম সাপোর্ট সেন্টার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর ভিকটিম সাপোর্ট সেন্টার কক্ষ ও থানার সার্ভিস ডেলিভারী সেন্টার কক্ষ পর্যবেক্ষণ করেন তিনি।
পর্যবেক্ষণকালে থানা পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ সুপার। এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ এস.এম আবু ফরহাদ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হোসেন, পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমান ও বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সৈয়দ সাজেদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা পাংশা মডেল থানায় পৌঁছিলে তাকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ-এর নেতৃত্বে পুলিশ গার্ড অব অনার প্রদান করে। পরে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি পাংশা মডেল থানা বার্ষিক ইন্সপেকশন করেন। এ সময় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
এর আগে পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-সেবা পাংশা শহরস্থ সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) কার্যালয়ে বার্ষিক ইন্সপেকশন করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) কার্যালয় এবং পাংশা মডেল থানা পরিদর্শনকালে সন্তোষ প্রকাশ করেন তিনি।