॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলে সরিষা ইউপির সরিষা-প্রেমটিয়া হাইস্কুলের পেছনে গতকাল ৭ই অক্টোবর রাত ৮টার দিকে দুর্বৃত্তদের গুলিতে চরমপন্থী দলের সক্রিয় সদস্য আব্দুল ওয়াহাব ওরফে মন্টু (৬০) নিহত হয়েছে। তার বাড়ী সরিষা ইউপির পশ্চিম প্রেমটিয়া গ্রামে।
জানাযায়, সরিষা প্রেমটিয়া বাজার থেকে রাত ৮টার দিকে বাড়ী যাওয়ার পথে সরিষা-প্রেমটিয়া হাইস্কুলের টিনশেড ঘরের পেছনে দুর্বৃত্তরা বুকে ও কানের মধ্যে গুলি করে তাকে হত্যা করে।
খবর পেয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ রাকিব খান ও পাংশা মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) কাজী জিল্লুর রহমানসহ সঙ্গীয় পুলিশ এবং রাজবাড়ী ডিবি’র একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনার মোটিভ ও ঘটনার সাথে জড়িতদের সম্পর্কে তথ্য উদঘাটনে তৎপর হয়। পাংশা মডেল থানা পুলিশ রাত সাড়ে ৯টার দিকে সুরত হাল রিপোর্ট তৈরী করার পর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের ধারণা, চরমপন্থী দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।