বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

রাজবাড়ী সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি-সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট সময় সোমবার, ৮ অক্টোবর, ২০১৮

॥কাজী তানভীর মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মীর মাহফুজা খাতুন মলি ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছে কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
গতকাল ৭ই অক্টোবর দুপুর দেড়টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার কার্যালয়ে তাদেরকে এই শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীর পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও নবনির্বাচিত সভাপতি মীর মাহফুজা খাতুন মলি ও সাধারণ সম্পাদক উত্তম কুমার দাসের হাতে ফুলের তোড়া তুলে দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুদ্দিন।
এ সময় মীর মাহফুজা খাতুন মলি বলেন, আমাকে সভাপতি পদে নির্বাচিত করায় সদর উপজেলার সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষক কর্মচারীদের কল্যাণের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে এই সমিতি। আগামী তিন বছরের জন্য আমরা পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য থাকবে, তা হলো শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজ করা। কাজের মাধ্যমে আমরা দৃষ্টান্ত রাখতে চাই।
উল্লেখ্য, গত ৪ঠা অক্টোবর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী হয়। ১৯টি পদের ৮টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১টি পদে ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের মীর মাহফুজা খাতুন মলি ৪০৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী গাজী আহসাব হাবীব ১৫১ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে উত্তম কুমার দাস ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্যানেলের মোঃ জাহাঙ্গীর আলম শেখ পান ২২৮ ভোট।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!