॥শিহাবুর রহমান॥ বালিয়াকান্দি উপজেলার গাংচর পদমদীতে সম্ভ্রমহানী করায় কীটনাশক পান করে সেতু (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুঃসম্পর্কের নানা জামাল ওরফে জানা (৪৫)-এর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ২রা অক্টোবর নিহতের পিতা বাদী হয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।
মামলা সুত্রে প্রকাশ, কলেজ ছাত্রী সেতু ও জামাল ওরফে জানা’র বাড়ী পাশাপাশি। সে বহরপুর কলেজে একাদশ শ্রেণীতে পড়তো। জানা তাকে নাতনী বলে ডাকতো এবং বিভিন্ন কথাবার্তা বলে তাকে ফুসলাতো। এক পর্যায়ে সে তাকে নীতিবর্হিভূত কাজ করার জন্যও ফুসলানো শুরু করে এবং নানা রকমের প্রলোভন দেখাতো। এতে সে রাজী না হলে জানা তাকে নানা প্রকার হুমকি দেয়। বিষয়টি সেতু তার বাবাকে জানালে জানা ক্ষিপ্ত হয়ে উঠে। গত ২৮শে সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সেতুর বাবা গরুর ঘাষ কাটার জন্য মাঠে গেলে জানা ওই বাড়ীতে আসে এবং ঘরের মধ্যে তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার মা বাড়ীতে এসে দেখেন জানা তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করছে। এরপর জানা সেতুর মাকে দেখে তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তবে যাওয়ার সময় সে তাকে নানা প্রকার হুমকি দেয়াসহ বিষ খেয়ে আত্মহত্যার প্ররোচনা দেখায়। বাবা মার সামনে জানা তাকে সম্ভ্রমহানী করায় ও জানাজানি হলে লোকজনের সামনে মুখ দেখাতে পারবে না ভেবে ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে সে ঘরে থাকা কীটনাশক পান করে। এরপর তাকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে ওয়াশ করানো হলেও পরক্ষনে সে মারা যায়।
এ ঘটনায় সেতুর বাবা জলিল শেখ বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। আদালতে মামলাটি এফআইএর হিসেবে রেকর্ড করার জন্য বালিয়াকান্দি থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।