॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মুক্তিযোদ্ধা নিখিল কুমার চক্রবর্তী আর নেই। গত ৩১শে জানুয়ারী দিনগত রাত ১২টা ৫মিনিটে বিনোদপুরস্থ নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭বছর।
গতকাল ১লা ফেব্র“য়ারী দুপুরে বিনোদপুর রাঁধা গোবিন্দ জিউর মন্দিরে তার মৃতদেহ আনা হলে সেখানে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা জেলা সংসদের সাবেক কমান্ডার আবুল হোসেন, সদর উপজেলা কমান্ডার আব্দুল জলিল, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ কামরুল হাসান লালী, মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, আবুল হাসেম বাকাউল, মুক্তিযোদ্ধা রেজাউল করিম লাল, মুক্তিযোদ্ধা আবু তালেবসহ আরো অনেকে ফুলের তোড়া দিয়ে তাকে শেষ শ্রদ্ধাঞ্জলী জানান ।
পরে কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহৃদ সালেহীন ও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার মিয়ার উপস্থিতিতে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। পরে ভবানীপুর পৌর শ্বশানে তাকে দাহ করা হয়।