॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ ওয়ালমার্ট ফাউন্ডেশনের অর্থায়নে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৩ই সেপ্টেম্বর জামালপুর ইউনিয়নের বি-মাগুরা গ্রামে কৃষাণীদের গুটি ইউরিয়া সার ব্যবহারের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাখাওয়াত হোসেন। কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা আইএফডিসি’র মনিটরিং কর্মকর্তা খান আতাউর রহমান এবং জামালপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকরাম হোসেন।
কর্মশালায় কৃষাণীদের সবজি উৎপাদন উন্নয়ন ত্বরাম্বিতকরণ প্রকল্প (এভিপিআই)-এর আওতায় সবজি ও ফসল উৎপাদনে গুটি ইউরিয়া সারের ব্যবহার হাতে-কলমে দেখানো হয়।