॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ১২ই সেপ্টেম্বর সকালে তার অফিস কক্ষে সাপ্তাহিক গণশুনানী গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান, মোঃ হাবিবুল্লাহ, রেজওয়ানী নাহিদ এবং রুমানা আফরোজ উপস্থিত ছিলেন।
গণশুনানীতে অংশ নিয়ে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর নিবাসী পূর্ণ চন্দ্র মন্ডল, স্বপ্না খাতুন, গোলাপী বেগম, সদর উপজেলার গুপ্তমানিক গ্রামের আঃ ছামাদ, বেলগাছী-চাঁদপুর গ্রামের আমেনা বেগম ও মরডাঙ্গা গ্রামের জাহিদা খানম প্রমুখ সন্তানের লেখাপড়া ও চিকিৎসাজনিত কারণে আর্থিক সাহায্যের আবেদন করলে জেলা প্রশাসক তার স্বেচ্ছাধীন তহবিল থেকে পূর্ণ চন্দ্র মন্ডলকে ২হাজার, স্বপ্না খাতুনকে ১হাজার ৫শত, গোলাপী বেগমকে ১হাজার, আঃ ছামাদকে ২হাজার, আমেনা বেগমকে ১ হাজার ৫শত এবং জাহিদা খানমকে ২হাজার টাকা অনুদান দেন।
সোনাকান্দর গ্রামের রাহেলা বেগম ও রূপপুর গ্রামের মামুন মল্লিক গৃহ নির্মাণের জন্য ঢেউটিনের আবেদন জানালে জেলা প্রশাসক তাদের আবেদন তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এর নিকট প্রেরণ করেন। এছাড়া খানখানাপুর গ্রামের রেজাউল করিম এবং পাংশা উপজেলার মৈশালা গ্রামের দীনবন্ধু রায় জমিজমা সংক্রান্ত বিরোধ নিস্পত্তির আবেদন করলে জেলা প্রশাসক তাদের বক্তব্য শুনে জরুরীভাবে নিস্পত্তির জন্য অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) এর নিকট প্রেরণ করেন।