॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম গতকাল ৫ই সেপ্টেম্বর বিকেলে পাংশায় পদ্মা নদীর শাহমীরপুর ঘাট, পূর্ব চরআফড়া ও চর রামনগরসহ পার্শ্ববর্তী নদী ভাঙন এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
এ সময় হাবাসপুর ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম মন্ডল, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির, হাবাসপুর ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ শামীম রানা সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানাযায়, পদ্মা নদীর উল্লেখিত এলাকায় কয়েক বছর থেকেই ভাঙন অব্যাহত আছে। অনেক ফসলী জমি ও বাড়ী-ঘর নদী গর্ভে বিলীন হয়েছে। সাম্প্রতিক সময়েও নদী ভাঙ্গনের ফলে বেশ কিছু ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙ্গনের হুমকীতে থাকা কিছু সংখ্যক পরিবার ইতোমধ্যে ভিটেবাড়ী থেকে বসতঘর ও মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছে।
এ ব্যাপারে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, নদী ভাঙ্গনের বাস্তব অবস্থা ও ক্ষতিগ্রস্তদের বিষয়ে তালিকা নিরুপণ করা হবে।