শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

সেগুন বাগিচায় যুবক জিসান খানকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলা

  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী শহরের সেগুন বাগিচায় সোনালী সংঘের সামনে ঢাকার নর্থ সাউথ ইউনির্ভাসিটির বিবিএ’র ছাত্র জিসান খানকে কুপিয়ে জখম করার ঘটনায় ৭জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ২৩শে জানুয়ারী আহতের চাচা শহরের সজ্জনকান্দা সেগুন বাগিচার বাসিন্দা মোঃ আনিসুর রহমান বাদী এ মামলাটি দায়ের করেন। রাজবাড়ী থানার মামলা নং-৪৩। ধারাঃ ১৮৬০ সালের ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৪ পেনাল কোর্ড। তবে আসামীদের গ্রেফতারের স্বার্থে নাম প্রকাশ করেনি পুলিশ।
মামলা সুত্রে জানাযায়, জিসান খান ঢাকার নর্থ সাউথ ইউনির্ভাসিটির বি.বি.এ’র পঞ্চম সেমিস্টারের নিয়মিত একজন ছাত্র। গত ২৩শে জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের সেগুন বাগিচায় সোনালী সংঘের সামনে পূর্ব শক্রতার জেরে আসামীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারীভাবে কুপিয়ে জখম করে। এ সময় তার কাছ থেকে ৫০হাজার টাকা মূল্যের ১টি আইফোন ও ১টি স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে চলে যায়। এ ঘটনার পর তাকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ফরিদপুর থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!