বুধবার, ০১ মে ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

জেলার ৫টি উপজেলার ৯টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০১৭

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে জানুয়ারী সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জিনাত আরা’র সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মানোয়ার হোসেন মোল্লা, রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর উদ্দিন আহম্মেদ, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজা খানম, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদা খানম, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রধানগণ এবং পরীক্ষা কেন্দ্রের সচিবগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জিনাত আরা পরীক্ষা পরিচালনায় নিয়োজিত বিভিন্ন কেন্দ্রের সচিবসহ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সারা দেশের ন্যায় রাজবাড়ী জেলায় আসন্ন এসএসসি ও সমসানের সকল পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন বদ্ধপরিকর। কোন অনিয়ম কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না। কিছুদিন আগে একটি নিয়োগ পরীক্ষায় একজন ভূয়া পরীক্ষার্থীকে হাতে নাতে ধরে যেভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেই একইভাবে আসন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মকারী ধরা পড়লে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা চরাকালীন সময়ে ১৪৪ ধারা জারিকৃত এলাকার মধ্যে সংশ্লিষ্টরা ছাড়া অন্য কোন ব্যক্তি যাতে প্রবেশ না করে সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। যে বিষয়ের পরীক্ষা সে বিষয়ের শিক্ষক পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন না। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলে মোবাইল ব্যবহার না করার জন্য সকলকে নির্দেশ প্রদান করেন। পরীক্ষার হলে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটলে প্রয়োজনে তাকে সরাসরি ফোন করতে বলেন। এছাড়াও বোর্ডের নির্দেশিকা মোতাবেক সভায় পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। রাজবাড়ী জেলার ৫টি উপজেলার মোট ৯টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সভা সূত্রে জানা যায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!