শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে এরারই প্রথম ঈদের নিরাপত্তায় পদ্মা নদীতে র‌্যাবের বিশেষ টহল অভিযান

  • আপডেট সময় সোমবার, ২০ আগস্ট, ২০১৮

॥আশিকুর রহমান॥ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদের ঘরমুখো মানুষ ও কোরবানীর পশুর বেপারীদের যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো বিশেষ নৌ-টহলের ব্যবস্থা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)।
গতকাল ১৯শে আগস্ট বেলা সাড়ে ১১টায় র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে দৌলতদিয়ায় পদ্মা নদীতে এই টহল কার্যক্রম শুরু হয়।
মোঃ রইছ উদ্দিন বলেন, দৌলতদিয়া লঞ্চঘাট ও ফেরী ঘাট এলাকায় আমাদের যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের নিরাপত্তা ডিউটি আরও জোরদার করতে এ বছর থেকে প্রথমবারের মতো এই নৌ-টহলের ব্যবস্থা করা হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার গরুর বেপারীরা যাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ দিয়ে নিরাপদে তাদের পশুবাহী গাড়ীগুলো পারাপার করতে পারে এবং ঈদের ঘরমুখো মানুষ যাতে নির্বিঘেœ বাড়ী ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে এটিই আমাদের কাম্য।
তিনি আরও বলেন, ২টি স্পিডবোট দিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিন ৬জন করে র‌্যাব সদস্য টহল দিবেন। ৩টি শিফটে অর্থাৎ সকাল, দুপুর ও বিকালে তারা ডিউটি করবেন। ঈদের আগের দিন পর্যন্ত এই টহল চলমান থাকবে। পরিস্থিতি বিবেচনা করে ঈদের পরেও যদি প্রয়োজন হয় তাহলে টহলের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!