॥আশিকুর রহমান॥ দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদের ঘরমুখো মানুষ ও কোরবানীর পশুর বেপারীদের যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রথমবারের মতো বিশেষ নৌ-টহলের ব্যবস্থা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
গতকাল ১৯শে আগস্ট বেলা সাড়ে ১১টায় র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে দৌলতদিয়ায় পদ্মা নদীতে এই টহল কার্যক্রম শুরু হয়।
মোঃ রইছ উদ্দিন বলেন, দৌলতদিয়া লঞ্চঘাট ও ফেরী ঘাট এলাকায় আমাদের যে অস্থায়ী ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পের নিরাপত্তা ডিউটি আরও জোরদার করতে এ বছর থেকে প্রথমবারের মতো এই নৌ-টহলের ব্যবস্থা করা হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার গরুর বেপারীরা যাতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ দিয়ে নিরাপদে তাদের পশুবাহী গাড়ীগুলো পারাপার করতে পারে এবং ঈদের ঘরমুখো মানুষ যাতে নির্বিঘেœ বাড়ী ফিরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে এটিই আমাদের কাম্য।
তিনি আরও বলেন, ২টি স্পিডবোট দিয়ে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিন ৬জন করে র্যাব সদস্য টহল দিবেন। ৩টি শিফটে অর্থাৎ সকাল, দুপুর ও বিকালে তারা ডিউটি করবেন। ঈদের আগের দিন পর্যন্ত এই টহল চলমান থাকবে। পরিস্থিতি বিবেচনা করে ঈদের পরেও যদি প্রয়োজন হয় তাহলে টহলের ব্যবস্থা করা হবে।