॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার দুপুরে ২০১৭-২০১৮ অর্থ বছরে নতুন ৯৮৯ জন ভাতাভোগীর মাঝে ভাতাবই এবং ১৬৬জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে মোট ১১লাখ ১৪হাজার ৪শত টাকার শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীতে গতকাল ১৮ই আগস্ট দুপুরে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের বেসরকারী সদস্যদের বিল এবং বেসরকারী সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ীর ডিডিএলজি এরশাদ হোসেন খান, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জহিরুল ইসলাম।
জানাযায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে পাংশা পৌরসভা ও ১০টি ইউনিয়নের নতুন ৯৮৯ জন ভাতাভোগীর মাঝে ভাতাবই এবং বিভিন্ন পর্যায়ের ১৬৬ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে মোট ১১ লাখ ১৪ হাজার ৪শত টাকার শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়। বয়স্ক ভাতাভোগী ৬৩৭ জন প্রত্যেকে মাসিক ৫শত টাকা হারে, বিধবা ও স্বামী পরিত্যাক্তা ২১৪ জন প্রত্যেকে মাসিক ৫শত টাকা হারে এবং অস্বচ্ছল প্রতিবন্ধী ১৩৮ জন প্রত্যেকে মাসিক ৭শত টাকা হারে ভাতা পাবেন।
অনুষ্ঠানে বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান হুমায়ুন কবীর শাকিল, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান মোঃ আব্দুর রব মোনা বিশ্বাস, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খানসহ অন্যান্য ইউপির চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।