॥শিহাবুর রহমান॥ প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩বছর পর সরকারীকরণ হয়েছে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজ। আর তাই যার হাত ধরে কলেজটি সরকারী করণ হয়েছে তাকে মিষ্টিমুখ ও ফুলেল শুভেচ্ছা জানাতে এতোটুকু কৃপনতা করেননি শিক্ষকবৃন্দ।
তিনি আর কেউ নন এ অঞ্চলের গণমানুষের নেতা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলী।
গতকাল ১৬ই আগস্ট রাত ৮টায় রাজবাড়ী শহরের সজ্জনকান্দাস্থ প্রতিমন্ত্রীর নিজ বাস ভবনে ফুলেল শুভেচ্ছা জানাতে যান অর্ধশতাধিক শিক্ষক। শুধু ফুলেল শুভেচ্ছাই নয় প্রতিমন্ত্রী সভাপতি আলহাজ্ব কাজী কেরামত আলীকে নানা রকমের মিষ্টিমুখও করান শিক্ষকরা।
এ সময় শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা যেটা ওয়াদা করেন দেশের স্বার্থে তিনি সেটা করেন। আজকে সারা বাংলাদেশে প্রতিটি উপজেলা পর্যায়ে একটি করে কলেজ ও একটি করে স্কুল জাতীয় করণ করেছে সরকার। গোয়ালন্দে যেহেতু কোন সরকারী কলেজ ছিল না সে কারণে এই কলেজটি সরকারী করণ করা হয়েছে।
তিনি বলেন, কলেজটি যেহেতু সরকারীকরণ হলো সে কারণে শিক্ষার মান আরো বাড়াতে হবে এবং পাশের হার বাড়াতে হবে। এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।
শিক্ষ প্রতিমন্ত্রী বলেন, বিবেকের প্রশ্নে সবাইকে এটা মনে রাখতে হবে যেহেতু কলেজটি শেখ হাসিনার সময়ে সরকারীকরণ হয়েছে। অন্তত নির্বাচনের সময় সকল শিক্ষককে নৌকার জন্য কাজ করতে হবে এবং আপনারদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। কখনই শেখ হাসিনার সাথে বেঈমানী করবেন না। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে শেখ হাসিনা যাকেই নমিনেশন দিক না কেন তার পক্ষেই কাজ করতে হবে।
এ সময় কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন, উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার জাহাঙ্গীর, সিনিয়র সহকারী অধ্যাপক আবু মুসা বিশ্বাসসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।