শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
Logo
সংবাদ শিরোনাম ::
বিশ্বব্যাপী ওমিক্রন সংক্রমণ বৃদ্ধিতে আইসোলেশন মেয়াদ অর্ধেক করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ওমিক্রন ভেরিয়েন্ট ডেল্টা ও বিটার তুলনায় তিন গুণের বেশী পুনঃ সংক্রমন ঘটাতে পারে : গবেষণা প্রতিবেদন জাতিসংঘ ভবনের বাইরে এক বন্দুকধারী গ্রেফতার শান্তি চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কলম্বিয়া সফর জাতিসংঘ মহাসচিব সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ করোনা ভাইরাসের সংক্রমন বেড়ে যাওয়ায় অস্ট্রিয়ায় লকডাউন করোনা সংক্রমণ বাড়ায় ইউরোপের বিভিন্ন দেশে কঠোর পদক্ষেপ গ্রহণ ভারতে নতুন করে ১০ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত নভেম্বর মাসজুড়ে করাঞ্চলে কর মেলার সেবা পাবেন করদাতারা ঔপনিবেশিক আমলের ফৌজদারী কার্যবিধি যুগোপযোগী হচ্ছে

গ্রীড উপকেন্দ্রের অধিগ্রহণকৃত জমির দুই মালিককে ক্ষতিপূরণের চেক প্রদান

  • আপডেট সময় শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী গতকাল ১৬ই আগস্ট তার কার্যালয়ে চরবাগমারায় ওজোপাডিকোর নির্মাণাধীন গ্রীড উপকেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত জমির ২জন মালিকের মধ্যে ক্ষতিপূরণের ৩৮লক্ষ ১হাজার ৪৪৪ টাকার চেক হস্তান্তর করেন।
এ সময় সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোঃ আজম, সহকারী কমিশনার সাদীয়া শাহনাজ খানম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
চেকপ্রাপ্তদের মধ্যে চরলক্ষ্মীপুর গ্রামের আকবর আলী শেখ ও বাতেন আলী শেখ তাদের ৭শতাংশ করে জমির ক্ষতিপূরণ বাবদ প্রত্যেকে ১৯লক্ষ ৭২২ টাকার চেক পেয়েছেন।
উল্লেখ্য, ওজোপাডিকো লিঃ এর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য রাজবাড়ী শহরের উপকন্ঠে চরবাগমারা মৌজার ৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এই জমির ক্ষতিপূরণের জন্য বরাদ্দকৃত ১৩ কোটি ৫১ হাজার ১শত টাকার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ শাখা থেকে এ পর্যন্ত ১১৫জন ক্ষতিগ্রস্ত জমির মালিককে ১১ কোটি ৮১ লক্ষ ৭১ হাজার ১৩৩ টাকার চেক প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
error: আপনি নিউজ চুরি করছেন, চুরি করতে পারবেন না !!!!!!